ঘুমের দেশে সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য : শোকস্তব্ধ শিল্পীমহল

20th August 2021 10:37 am কলকাতা
ঘুমের দেশে সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য : শোকস্তব্ধ শিল্পীমহল


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য । তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলার শিল্পীমহল । জানা গেছে , বেশ কিছুদিন ধরেই বুকের ব‍্যাথায় ভুগছিলেন তিনি । মাঝে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি । বৃহস্পতিবার ফের বুকে যন্ত্রনা অনুভব করলে তাঁকে ভর্তি করা হয় চিকিৎসাকেন্দ্রে । সেখানেই মৃত‍্যু হয় পিলু ভট্টাচার্য এর । সোশাল মিডিয়ায় মৃত‍্যু খবর ঘোষনা করেছেন পিলু ভট্টাচার্য এর ছেলে ঋতর্ষি ভট্টাচার্য । ২০১৫ সালে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার । বাংলা সঙ্গীত জগতে উজ্জ্বল নক্ষত্র পিলু ভট্টাচার্য । ইতিমধ‍্যেই বিভিন্ন শিল্পী , কলাকুশলী , স্বজনরা শোকজ্ঞাপন করেছেন সোশাল সাইটে ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।